নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ১৫ ই আগস্ট, স্বাধীনতা দিবসের শুভলগ্নে দুর্গাপুরে সূচনা হলো কবি সুকান্ত ভট্টাচার্য্য-র জন্মশতবর্ষ উদযাপন। দুর্গাপুর চিলড্রেন্স একাডেমি অফ কালচার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শুরুতে পদযাত্রা, পথ নাটক এবং কবির প্রতিকৃতিতে মাল্যদান ইত্যাদির পরে মনোজ্ঞ আলোচনা,সংগীত, আবৃত্তি, নৃত্যের অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনায় অংশ নেন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় (সভাপতি) এবং রূপক দাস। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন-দুর্গাপুর রম্যবীণা, ছন্দবীণা, শব্দরূপ, সুরপরিষদ, স্বপ্নছন্দম,দুর্গাপুর কয়্যার, তরঙ্গিনী ইত্যাদি সংস্থার শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- স্নেহাশীষ মুখোপাধ্যায়, কাকলি সেন ও জয়িতা সাঁই। উপস্থিত ছিলেন- রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা চিলড্রেন্স একাডেমির প্রতিষ্ঠাতা জীবন বিহারী রায়, সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, আবৃত্তিকার কাকলি দাশগুপ্ত সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা।





