সংবাদদাতা,বাঁকুড়াঃ- ট্রাফিক পুলিশের গাফিলতিতে মর্মান্তিক দুর্ঘটনায় ব্যক্তির মৃত্যুর অভিযোগ। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর থানার গোগড়ার বিষ্ণুপুর-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কের কোঁপার মোড় এলাকার। দুর্ঘটনায় বছর ষাটেকের এক প্রৌঢ় পুরোহিতের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়।
জানা গেছে সোমবার বিকালে গোগড়া এলাকার বাসিন্দা রাসবিহারী চক্রবর্তী পুজো করতে যাচ্ছিলেন। পথে রাজ্য সড়ক পারাপারের সময় ১২ চাকার একটি বেপরোয়া লরি তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
স্থানীয়দের অভিযোগ ট্রাফিক পুলিশের উদাসীনতা ও সিভিক পুলিশের গাফিলতিতে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ব্যস্ত ওই রাজ্য সড়কের মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বে থাকলেও পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা নাকি মোবাইল ফোনে ব্যস্ত থাকেন কিংবা টাকা তুলতে মগ্ন থাকেন। দুর্ঘটনার সময়ও নাকি সিভিক পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তারা নিজের দায়িত্ব পালন করেনি। ফলে ওই প্রবীণ পুরোহিতের মৃত্যু এড়ানো সম্ভব হয়নি। এছাড়াও রাজ্য সড়কে বড় বড় গর্ত ও ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটলেও প্রশাসন উদাসীন বলে অভিযোগ।
অন্যদিকে এদিনের দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরেও ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী।





