eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের বেনাচিতি বাজারের হকারদের উচ্ছেদ নোটিশ ডিএসপি কর্তৃপক্ষের

দুর্গাপুরের বেনাচিতি বাজারের হকারদের উচ্ছেদ নোটিশ ডিএসপি কর্তৃপক্ষের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বেনাচিতি বাজারের হকার্সদের উচ্ছেদ নোটিশ জারি করেছে ডিএসপি কর্তৃপক্ষ। যা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। হকারদের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের বিদায়ী বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার।

প্রসঙ্গত দুর্গাপুরের সবচেয়ে জনপ্রিয় ও বড় বাজার বেনাচিতি বাজারের প্রান্তিকা হকার্স কর্নারের স্টল উচ্ছেদের নোটিশ জারি করেছে দুর্গাপুর ইস্পাত কারখানা। অভিযোগ ডিএসপির জমিতে অবৈধভাবে ওই স্টলগুলি গড়ে উঠেছে। বহু বছর ধরে ওই এলাকায় স্টলগুলি রয়েছে, বর্তমানে যার সংখ্যা প্রায় ৪৪৫টি। এদিকে জানা গেছে দুর্গাপুর ইস্পাত কারখানার টাউনশিপ স্টোরে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে আধিকারিক ও সিআইএসএফদের। সেই জন্য বেশকিছু দোকান উচ্ছেদের নোটিশ দেয় ইস্পাত কারখানা কর্তৃপক্ষ।

এদিকে ওই নোটিশ জারি হতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে হকার্স স্টল মালিকদের। তাঁদের দাবি এভাবে হঠাৎ করে তাদের স্টল ভেঙে দেওয়া হলে রুজি রোজগার হারিয়ে পরিবার নিয়ে তাদের পথে বসতে হবে। এদিকে সামনের বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। এই সময়ই বছরের সবথেকে বেশি রোজগার হয়ে থাকে।

অন্যদিকে ডিএসপির নোটিশের কথা জানতে পেরেই তাঁদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন দুর্গাপুর মহকুমা হকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা দুর্গাপুর নগর নিগমের বিদায়ী বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। এদিন তিনি জানান দোকানগুলি যাতে না ভাঙ্গা হয় সেই আবেদন রাখা হয়েছে ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে। দোকানগুলির বর্ধিত অংশ ভেঙ্গে রাস্তা করার দাবি করা হয়েছে। যাতে কোন হকারকে রুজি রোজগার হারাতে না হয়। পাশাপাশি সমস্যার দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments