রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: শুরুটা হয় রাস্তায় দুই দল যুবকের মধ্যে সামান্য তর্কাতর্কি থেকে, সেটি রূপ নেয় হাতাহাতিতে এবং শেষপর্যন্ত পরিণত হয় মারাত্মক সংঘর্ষে। পরস্পর পরস্পরকে লাঠি নিয়ে আক্রমণ করে। ফলে উভয় পক্ষের অনেকেই আহত হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি আসানসোল দক্ষিণ থানার ফতেপুর এলাকার। ঘটনার যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে তাতেই এই দৃশ্য ধরা পড়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে এবং সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।





