নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নবরূপে সংস্কার হওয়া প্রধান ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে শহরে আইটি শিল্প সম্ভাবনার কথা শোনালেন রাজ্যের পুর ও নগরোন্নায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত এডিডিএ-এর নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি এদিন শিল্পাঞ্চলের বণিক সভার সদস্যদের সাথে দেখা করেন কথা বলেন এবং শিল্পপতিদের সাথে বৈঠক করেন মন্ত্রী। এবং জানতে চান এই শহরে নতুন শিল্প গড়ে তোলার জন্য কি কি সমস্যা রয়েছে আর কি কি পরীক্ষা পরিকাঠামোর দরকার।
পরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন, “শিল্পপতিরা আমার কাছে এই শহরে আইটি সিটি গড়ে তোলার আর্জি জানিয়েছেন। বর্তমানে বেসরকারি সংস্থা পিনাকাল ইনফোটেক একটি বড় আইটি হাব ইতিমধ্যে গড়ে তুলেছে। ওয়েবেলের একটি ছোট্ট পুরনো আইটি ইউনিট রয়েছে।” পাশাপাশি এদিন তিনি দাবি করেন টাটা, উইপ্রো, ইনফোসিস-এর মতো বহুজাতিক আইটি সংস্থাগুলি বাম আমলে রাজ্যে তাদের কাজ শুরু করলেও বর্তমান সরকার আইটি শিল্পকে এক অন্য স্তরে নিয়ে গেছে। আগামী দিনে শহর দুর্গাপুরেও আইটিস শিল্পকে যাতে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যায় তার ঐকান্তিক প্রচেষ্টা চালানো হবে বলে এদিন তিনি আশ্বাস দেন।
দুর্গাপুর স্টিল সিটির পর হেল্থ সিটির তকমা পেয়েছে। তবে কি এবার এই শহর আইটি সিটির তকমাও পাবে? সময়ই এই প্রশ্নের উত্তর দেবে।





