সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল স্টেশনে রাজ্য পুলিশের এসটিএফের হানা। ১০ টি বন্দুক সহ পাকড়াও আন্তঃরাজ্য এক অস্ত্র কারবারী। ধৃত অস্ত্র কারবারী বিহারের বাঁকা জেলার শাসনের বাসিন্দা, নাম আশরাফুল আনসারি ওরফে চানা।
জানা গেছে, এক সপ্তাহ আগেই এই হানা দেওয়ার কথা ছিল এসটিএফের। অস্ত্র কারবারী কবে, কখন আসবে অস্ত্র পাচার করতে, তাও জানা গেছিলো। সেই মতো নজরদারিও চলছিলো। শেষ পর্যন্ত কয়েক দিন অপেক্ষার পর টানা নজরদারি চালিয়ে বৃহস্পতিবার সকালে এসটিএফের দল পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্ডাল স্টেশনে হানা দেয়। এবং স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে ওই অস্ত্র কারবারী নামতেই তাকে অস্ত্র সহ হাতেনাতে পাকড়াও করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এসটিএফের আধিকারিকরা জানতে পেরেছেন অন্ডালে স্টেশন থেকে সড়কপথে উখড়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল অস্ত্রগুলি। এদিনের অভিযান প্রসঙ্গে এক আধিকারিক জানান, এসটিএফের কাছে আগেই অস্ত্র পাচারের খবর এসেছিল, সেই মতো ফাঁদ পাতা হয়েছিল। ওই অস্ত্র কোথা থেকে আনা হয়েছে এবং কি উদ্দেশ্যে সেগুলি পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা চলছে।





