eaibanglai
Homeএই বাংলায়নব নিযুক্ত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তরুণ রায়কে সংবর্ধনা

নব নিযুক্ত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তরুণ রায়কে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে পশ্চিম বর্ধমানের প্রাক্তন জেলা কংগ্রেস সহ সভাপতি দুর্গাপুরের ভূমিপুত্র তরুণ রায়কে। গত ১৩ আগস্ট সর্বভারতীয় কংগ্রেস কমিটি সভাপতি মল্লিকার্জুন খার্গে রাজ্যের প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হিসেবে তরুণ রায়ের নাম ঘোষণা করেন। তার পর থেকেই নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সহ সভাপতিকে নিয়ে উন্মাদনা দেখা দিয়েছে দুর্গাপুরের কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে। তরুণবাবুকে অভিনন্দন জানাতে তাঁর বাড়িতে ও দলীয় কার্যালয়ে প্রতিদিন ভিড় জমাচ্ছেন কর্মীরা।

বৃহস্পতিবার তাঁকে ফুল ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান দুর্গাপুরের কংগ্রেসের নেতা এবং আইএনটিইউসি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন, হিন্দুস্তান ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত, জেলা কংগ্রেস নেতা পূর্ণেন্দু পান্ডা, হিন্দুস্তান ওয়ার্কার্স ইউনিয়নের সহ-সভাপতি রানা সরকার, তুষার ঘোষ, অসীম সাহা, সেবাদলের অমল হালদার, যুব নেতা সুব্রত ঘোষ, মহিলা নেত্রী সংগীতা ঘোষ সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থকরা।

তরুণবাবু এদিন বলেন, “এদের ভালোবাসায় আমি আপ্লুত। খারাপ দিনেও কখনও কংগ্রেস ছেড়ে যাইনি। আগামী দিনে ভারতবর্ষের কংগ্রেসকে প্রয়োজন। আমাকে দল যে দায়িত্ব দিয়েছে আমি তার জন্যে চিরঋণী। আমার কাজ হলো সবাইকে একজায়গায় করে কংগ্রেস এবং ইনটককে একসাথে আন্দোলন মুখী করা ও শক্তিশালী করা। আর এটাই এখন আমাদের সংকল্প।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments