নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সকাল সকাল এলাকার নর্দমা থেকে এক সদ্যোজাত শিশুকে উদ্ধার করলেন স্থানীয়রা। ঘটনা দুর্গাপুরের বেনাচিতির শালবাগান এলাকার। ঘটনাকে ঘিরে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গেছে এলাকার একটি অন্ধকার গলির নর্দমা থেকে কন্নার আওয়াজ শুনতে পান স্থানীয়রা। খোঁজখুঁজি করতেই প্লাস্টিকে মোড়া এবস্থায় একটি নবজাতক শিশুকে দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেন এলাকার বাসিন্দারা। পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। আপাতত শিশুটি হাসপাতালেই চিকিৎসাধীন।
অন্যদিকে ফুটফুটে নবজাতক শিশুকে সবার অলক্ষ্যে কে বা কারা ফেলে গেল ? সেই প্রশ্ন ঘোরাফেরা করছে স্থানীয়দের মধ্যে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।





