সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বিদ্যুৎ বিপর্যয়ের জেরে খনিগর্ভে ডুলিতে আটকে পড়লেন ১৮ জন খনি কর্মী। ঘটনা আসানসোলের রানিগঞ্জে ইসিএলের বাঁশড়া কোলিয়ারির। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং কোলিয়ারি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, রানিগঞ্জের বাঁশড়া কোলিয়ারির সি পিটের ১৮ জন কর্মী শুক্রবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ ডুলি করে খনিগর্ভে নামছিলেন। ৫০ ফুট গভীর খনিতে ডুলিটি যাওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এর ফলে ১৮ জন কর্মী ৬০০ ফুট নীচে ডুলিতে আটকে পড়েন। সকাল প্রায় এগারোটা পর্যন্ত ওই খনি কর্মীরা ডুলিতেই আটকে থাকেন। এরপর বিদ্যুৎ সংযোগ ঠিক হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে এই ঘটনায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তারা খনি আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তাঁরা অভিযোগ করে জানান,খনির ভেতরে বিদ্যুৎ সরবরাহ নিম্নমানের হওয়ার কারণে এদিনের ঘটনা ঘটেছে। যদিও এদিনের ঘটনা প্রসঙ্গে খনি এজেন্টকে প্রশ্ন করা হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি।





