সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের হীরাপুরে আটটি পথকুকুরকে বিষ খাওয়ানোর অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় তিনটি কুকুরের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক আরও দুই। বাকি তিনটি কুকুর নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছেন এলাকার পশু প্রেমীরা।
ঘটনা প্রসঙ্গে জানা যায় হিরাপুর থানার অন্তর্গত এমটিসি পল্লি গার্লস স্কুল এলাকায় পথ কুকুরদের নিয়মিত খাওয়ান স্থানীয় পশুপ্রেমী সুমিত ভট্টাচার্য। তাঁর অভিযোগ, কয়েকদিন আগে এলাকার বাসিন্দা বিকাশ মণ্ডলের একটি মুরগি পথ কুকুরের আক্রমণে মারা যায়। সেই থেকেই বিকাশ ক্ষিপ্ত ছিলেন এবং সুমিতকে প্রকাশ্যে ওই পথ কুকুরগুলিকে বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দেন এবং শনিবার রাতে খাবারে বিষ মিশিয়ে আটটি পথ কুকুরকে খাওয়ান বলে দাবি সুমিতের। রবিবার সকালে তিনি ওই কুকুরদের খাবার দিতে গিয়ে দেখেন তিনটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। দুটি কুকুর রক্তবমি করতে করতে লুটিয়ে পড়ে। তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।
অন্যদিকে বিষয়টি জানাজানি হতেই আসানসোল শহরের পশুপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা হীরাপুর থানায় বিক্ষোভ দেখান ও অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান। পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।





