নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে,আগামী ৩ সেপ্টেম্বর তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে দেশের বিভিন্ন নিম্ন আদালতগুলিতে। সারা দেশের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা আদালত ও দর্গাপুর মহকুমা আদালতেও অনুষ্ঠিত হবে এই লোক আদালত। আর এই লোক আদালতকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুর্গাপুর মহকুমা জুড়ে প্রচার শুরু করেছে পুলিশ প্রশাসন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ব্যানার-পোস্টার টাঙানো হচ্ছে। এলাকায় এলাকায় মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে যাতে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে যেতে পারে এবং এর সুযোগ নিতে এগিয়ে আসেন তাঁরা।
সাধারণতঃ, সাধারণ মানুষের নিত্যদিনের ছোটখাটো মামলা, বকেয়া বিল, পারিবারিক বিবাদ কিংবা সামান্য আইনি জটিলতা, ট্রাফিক জরিমানা, যা বছরের পর বছর আদালতে ঝুলে থাকে, সেই সব মামলাকে সহজ, দ্রুত এবং খরচবিহীনভাবে নিষ্পত্তি করাই লোক আদালতের মূল উদ্দেশ্য। এখানে মামলার উভয় পক্ষের সম্মতিতেই সমাধান বের করা হয়। এর ফলে সময় ও অর্থের অপচয় যেমন রোধ হয়, তেমনি সমাজে সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রেও লোক আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যারা এই লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে চাইছেন তারা পশ্চিম বর্ধমান,ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কাছে আবেদন করতে পারবেন। তারা মামলা খতিয়ে দেখে লোক আদালতে তা প্রেরণ করবেন।





