eaibanglai
Homeএই বাংলায়প্রবাদপ্রতীম সঙ্গীত শিল্পী ও সুরকারকে স্মরণ করে আকর্ষণীয় সংগীতানুষ্ঠান

প্রবাদপ্রতীম সঙ্গীত শিল্পী ও সুরকারকে স্মরণ করে আকর্ষণীয় সংগীতানুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের অন্যতম শ্রেষ্ঠ যন্ত্রসংগীত শিল্পীদের সংস্থা ব্যান্ড প্রিলিউডের উদ্যোগে পালিত হলো প্রবাদপ্রতিম সুরস্রষ্টা সলিল চৌধুরী এবং কিংবদন্তি কণ্ঠসঙ্গীত শিল্পী মহম্মদ রফি কে স্মরণ করে সংগীতানুষ্ঠান। ৩০আগস্ট সন্ধ্যায় দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে উল্লিখিত দুইজনকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন-বাপ্পাদিত্য, কাজল,শুভম, শান্তনু, সূর্য্য,উদয়ন,কল্পনা, শবনম,লক্ষ্মী,স্নেহা,মৌ প্রমুখ। ছিলেন কলকাতা থেকে আগত আমন্ত্রিত শিল্পী আহমেদ ও। যন্ত্রসঙ্গীতে অনবদ্য সহযোগিতা করেন – ব্যান্ড প্রিলিউডের পরিচালক বুকান এবং নিলোৎপল, দোলন, অবিনাশ প্রমূখ ১৪ জন যন্ত্র সঙ্গীত শিল্পী ‌। সমগ্র অনুষ্ঠানটি অসামান্য দক্ষতায় সঞ্চালনা করেন – কিংশুক গুপ্ত। এছাড়াও ছিলেন কলকাতা থেকে আগত ঘোষক সাবির খান। ব্যান্ড প্রিলিউড মুখ্যত যন্ত্রসংগীত শিল্পীদের সমন্বয়ে গঠিত সংস্থা-অনুষ্ঠানের শুরুতে তাঁদের প্রত্যেককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়, সম্বর্ধিত করেন বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত। উপস্থিত ছিলেন এ. ডি. ডি. এর চেয়ারম্যান কবি দত্ত সহ আরো বিশিষ্ট জনেরা। শ্রী দত্ত,শ্রী সেনগুপ্ত সহ তাঁদের ও সম্মানিত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments