eaibanglai
Homeএই বাংলায়আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জন্মদিন উদযাপন

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জন্মদিন উদযাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সাধারণ মানুষের সঙ্গে কেক কেটে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জন্মদিন উদযাপন করল কমিশনারেটের কোকওভেন থানার পুলিশ। এছাড়া এদিন একই সঙ্গে ছিল পুলিশ দিবস। একই সঙ্গে পুলিশ দিবসও উদযাপন করেন থানার আধিকারিক ও পুলিশ কর্মীরা।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কেক কাটেন কোকওভেন থানার ওসি মইনুল হক। এছাড়াও এদিন থানা চত্বরে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। এলাকায় খেলাধূলার প্রসারের লক্ষ্যে বেশ কিছু ক্লাবকে ফুটবল উপহার দেওয়া হয়।

কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক পুলিশ দিবস ও কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত,২০১১ সালে ১ সেপ্টেম্বর অবিভক্ত বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর মহকুমা নিয়ে গঠিত হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। অন্যদিকে ২০২০সালে পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে ১ সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments