eaibanglai
HomeSportরাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্চ জিতলেন আসানসোলের ৮৮ বছর বয়সী চিকিৎসক

রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্চ জিতলেন আসানসোলের ৮৮ বছর বয়সী চিকিৎসক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোল রাইফেল ক্লাবে আয়োজিত ৫৭ তম রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ প্রবীণদের গ্রুপে ব্রোঞ্জ জিতলেন আসানসোলের চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ৮৮ বছরের ডাঃ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বয়সে অন্য প্রতিযোগীদের সাথে চ্যাম্পিয়ানশিপে যোগ দিয়ে পুরষ্কার জিতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। যা বিস্ময়ের পাশাপাশি সকলকে অনুপ্রাণিতও করছে।

প্রসঙ্গত, আসানসোল রাইফেল ক্লাবে রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিলো গত ২৪ আগস্ট। তা শেষ হয় ৩১আগস্ট রবিবার। এই প্রতিযোগিতার মেন গ্রুপে ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলের শুটিংয়ে তৃতীয় হয়েছেন চিকিৎসক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উত্তর কলকাতা রাইফেল ক্লাব। কলকাতা পুলিশ সহ প্রায় ৯৫০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় চিকিৎস কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সবচেয়ে বেশি বয়স্ক প্রতিযোগী।

প্রবীণ এই চিকিসক জানান, ৮০র দশকে মধ্যপ্রদেশে মিলিটারি অ্যাকাডেমিতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছিলেন তিনি । এরপরে আমেদাবাদ, দিল্লি সহ দেশের একাধিক জায়গায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় বিভিন্ন পদক পেয়েছেন। দু’বছর আগে তিনি রাজ্য শুটিংয়ে স্বর্ণপদক পেয়েছিলেন। আগামী দিনেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কল্যাণবাবু । এই বয়সেও তিনি যেমন চেম্বারে রোগী দেখেন, তেমন নিয়মিত আসানসোল রাইফেল ক্লাবে গিয়ে শুটিং প্র্যাকটিসও করেন। অন্যদিকে আসানসোল রাইফেল ক্লাবের তিনি সদস্য ছাড়াও পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতিও ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, কল্যাণবাবুর ছেলে চিকিৎসক রঘুবীর বন্দ্যোপাধ্যায়ও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে তিনি কোনও পুরস্কার পাননি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments