eaibanglai
Homeএই বাংলায়রাজস্থানের উদয়পুরে শুরু হল সিবিএসসি ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ

রাজস্থানের উদয়পুরে শুরু হল সিবিএসসি ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ

মনোজ সিংহ, উদয়পুর, রাজস্থান:- ভারতবর্ষের ইতিহাসে রাজস্থান পরিচিত যুদ্ধ ক্ষেত্র হিসেবে। রাজস্থানের রাজারা বিভিন্ন সময়ে মুঘল ও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিজেদের অস্তিত্ব ও সংস্কৃতি বজায় রাখার নিরন্তর প্রয়াস করে গিয়েছেন। যাদের মধ্যে অন্যতম মহানায়ক রাজা মহরানা প্রতাপ সিং। হলদিঘাটের যুদ্ধে আকবরকে যথাযথ জবাব দিয়ে নিজের মাতৃভূমি রক্ষায় অন্যতম ভূমিকা পালন করেছিলেন তিনি। আর সেই রাজকাহিনীর ঐতিহাসিক স্থান উদয়পুর লেকসিটিতে অনুষ্ঠিত হচ্ছে সিবিএসসি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫। আগামী ৫সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই চেস চ্যাম্পিয়নশিপ।

রাজস্থানের উদয়পুর সিটির এম ডি এস পাবলিক স্কুলে অনুষ্ঠিত হচ্ছে সিবিএসসি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫। সারাদেশের প্রায়ই ৭০ টিরও বেশি স্কুলের একশোটি টিম এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে। যার মধ্যে আন্ডার ইলেভেন, আন্ডার ফোর্টিন, আন্ডার সেভেনটিন ও আন্ডার নাইনটিন বিভাগে প্রায় ৭৫০ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

মঙ্গলবার উদয়পুর লেক সিটিতে এক বর্ণাঢ্য রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল এই সিবিএসসি ন্যাশনাল চেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর। অনুষ্ঠানে উদয়পুর লেকসিটির এমডিএস পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে তাদের অনন্য নৃত্যানুষ্ঠানের মাধ্যমে। যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

এদিনের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন উদয়পুরের মাননীয় সাংসদ সহ জেলাশাসক ও মুখ্য কালেক্টর। এমডিএস পাবলিক স্কুলের অন্যতম কর্ণধার তথা ডাইরেক্টর সাইলেন্ডার সোমালি সকল আগত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাদর আমন্ত্রণ জানিয়ে এই চেস টুর্নামেন্টের শুভ আরম্ভ করেন।

দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উদয়পুর লেকসিটির এমডিএস পাবলিক স্কুলের রাজকীয় অভ্যর্থনায় রীতিমতো অভিভূত। যেভাবে সেখানে সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে তা অকল্পনীয় বলে জানিয়েছেন উপস্থিত একাধিক অভিভাবক ও ছাত্রছাত্রীরা। আগামী বছরগুলিতেও যাতে লেক সিটি উদয়পুরের এমবিএস পাবলিক স্কুলের মতো ব্যবস্থা করা হয় সিবিএসসির উদ্যোগে সেই অনুরোধও করেন অনেকেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments