সংবাদদাতা,বাঁকুড়াঃ- সোমবার রাতের প্রবল বর্ষণে জলমগ্ন বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের ১২১ নম্বর হদল আইসিডিএস সেন্টার। হাঁটু জলে চরম দুর্ভোগে প্রসূতি মা ও শিশুরা। জল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিভাবকরা।
এই সেন্টারে রয়েছে মোট ৪০ জন উপভোক্তা। যার মধ্যে গর্ভবতী মায়ের সংখ্যা ৬, প্রসূতি মায়ের সংখ্যা ১ এবং শিশু ৩৩ জন। আইসিডিএস কেন্দ্রের সামনে এক হাঁটু সমান জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সকলকে। আর এতে করেই বাড়ছে আতঙ্ক। যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ।
স্থানীয়দের দাবি ২০১৭ সালে আইসিডিএস কেন্দ্রটি চালু হয়। তখন থেকেই একটু বৃষ্টি হলেই সেন্টার সংলগ্ন এলাকা জলে ডুবে যায়। জল নিকাশের কোন ব্যবস্থা নেই, ফলে বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে আইসিডিএস কেন্দ্রটি। অভিযোগ বারংবার বিভিন্ন দপ্তরে জানিও কোন সূরাহা হয়নি দীর্ঘ আট বছরে। জল যন্ত্রণার জন্য আইসিডিএস কেন্দ্রে শিশুদের পাঠাতে ভয় পান অভিভাবকরা। অনেক সময় শিশুদের আইসিডিএস কেন্দ্রে যাওয়া বন্ধ হয়ে যায়। এছাড়াও এই কেন্দ্রের সামনে নেই কোন পানীয় জলের কল। এতে করেও এলাকার মানুষের সমস্যায় পড়তে হয়।
তবে পাত্রসায় পঞ্চায়েত সমিতির সদস্য গোলাপি খা জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমনকি “অমার পাড়া আমার সমাধান” ক্যাম্পেও সমস্যার কথা জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। নিকাশি নালার ব্যবস্থা করে দ্রুত সমস্যা সমাধারে আশ্বাসও দিয়েছেন তিনি।





