eaibanglai
Homeএই বাংলায়মাকে কাছে পেতে মুখ্যমন্ত্রীকে চিঠি ছোট্ট ঐতিহ্যের

মাকে কাছে পেতে মুখ্যমন্ত্রীকে চিঠি ছোট্ট ঐতিহ্যের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- মাত্র পাঁচ বছরের খুদে। সবে স্কুলের গণ্ডিতে ঢুকে পড়াশুনার পাঠ শুরু হয়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীকে মাকে কাছে পাওয়ার আর্তি জানিয়ে চিঠি লিখে সবাইকে বিষ্ময়ে ফেলেছে ছোট্ট ঐতিহ্য দাস। আসানসোলের বাসিন্দা ঐতিহ্যর মা স্বাগতা পাইন (বাঁকুড়ার মেয়ে) প্রাথমিক স্কুলের শিক্ষিকা। কর্মসূত্রে থাকেন সুদূর উত্তর দিনাজপুরে। এদিকে ছেলে ঐতিহ্য তার বাবা ও ঠাকুরদাদার সঙ্গে আসানসোলে থাকে। তাই ছেলের সঙ্গে বহুদিন পর পর দেখা হয়। মাকে ছাড়া থাকতে কষ্ট হয় পাঁচ বছরের খুদের। তাই মাকে কাছে পেতে নিজের মতো করে নিজেই সমস্যা সমাধানের চেষ্টা করেছে সে।

মুখ্যমন্ত্রীকে ‘প্রিয় মমতা দিদুন’ সম্বোধন করে ঐতিহ্য় লিখেছে, “আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া। তুমি তাড়াতাড়ি আমার মাকে বাড়ি পাঠিয়ে দেবে।” আবার মাকে ফিরিয়ে দিলে “ধন্যবাদ” লিখে ফের সে ‘মমতা দিদুনকে’ চিঠি লিখবে বলেও জানিয়েছে।

কিন্তু কী করে অতটুকু শিশুর মনে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা কীভাবে এল? ঐতিহ্য় জানায় মা তাকে একবার বলেছিল একমাত্র মুখ্য়মন্ত্রী পারেন তাকে তার কাছে ফিরিয়ে দিতে। অন্যদিকে স্বাগতা জানান, ছেলের সামনেই বিভিন্ন প্রশাসনিক দপ্তর এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরে ট্রান্সফারের জন্য চিঠি লেখা হয়েছে। সেই থেকেই বোধহয় ওর মাথায় চিঠি লেখার ভাবনা এসেছে। ছেলের এই কর্মকান্ড দেখে তিনি এবং পরিবারের সকলেই হতবাক বলেও জানান স্বাগতাদেবী।

প্রসঙ্গত অভিযোগ ২০২১ সালের নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বাড়ি থেকে প্রায় ৪০০ থেকে ৬০০ কিমি দূরে পোস্টিং দেওয়া হয়েছে। তার ফলে স্বাগতা পাইনের মতো বহু শিক্ষক শিক্ষিকাকেই প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments