রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল:– সম্প্রতি আসানসোলের বার্ণপুর রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।তিনি বলেন যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী থাকবেন ততক্ষণ এইরাজ্যে নারী নির্যাতন বন্ধ হবেনা। কারণ তিনি অপরাধীদের আশ্রয় দেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, পুলিশ প্রশাসনের সহায়তায় তৃণমূল প্রকাশ্যে কয়লা, বালি পাচার করছে। ফলে রাজ্যের নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং খুব শীঘ্রই সমস্ত অপরাধী কারাগারে থাকবে।
সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি চাকরিহারা ২৬০০০ শিক্ষকের সাথে আছেন। কিন্তু বিরোধী দলগুলি বারবার আদালতে যাচ্ছে এবং বাধা সৃষ্টি করছে। তার বক্তব্য, তৃণমূল যদি অন্যায় করে তাহলে আমরা আদালতের দ্বারস্থ ত হবই। কারণ আমাদের সংবিধান প্রতিটি নাগরিককে সেই অধিকার দিয়েছে।
এর আগে তিনি বলেন, ১১ সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন। এই দিনে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোতে তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, বিশ্বমঞ্চে হিন্দু ধর্মকে উপস্থাপন করেছিলেন। এই দিনটিকে স্মরণ করে, বিজেপির পক্ষ থেকে সমগ্র রাজ্য জুড়ে ‘নরেন্দ্র কাপ’ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই প্রতিযোগিতাটি ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পর্যন্ত চলবে। ওইদিন ফাইনাল ম্যাচটি সমগ্র রাজ্যে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতাটি রাজ্যের ৪৩ টি অঞ্চলে অনুষ্ঠিত হবে যেখানে ১৩০০টি দল অংশগ্রহণ করবে এবং ২৫০০০ ফুটবল খেলোয়াড় প্রতিযোগিতায় তাদের দক্ষতা প্রদর্শন করবে। বিজয়ী দল ৫০,০০০ টাকা নগদ পুরস্কার এবং একটি ট্রফি পাবে। ফাইনালে পরাজিত দল ২৫,০০০ টাকা নগদ পুরস্কার এবং একটি ট্রফি পাবে। দুটি সেমিফাইনাল দল ১৫,০০০ টাকা নগদ পুরস্কার পাবে।
তিনি বলেন, এই প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ জাগানো এবং জাতীয়তাবাদের সাথে তাদের সংযুক্ত করা। তিনি বলেন, ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা এবং একই দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তাই ১৭ সেপ্টেম্বর সমগ্র রাজ্যে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
সাংবাদিক সম্মলনে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য্য ছাড়াও প্রবীণ বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জ্জী, জিতেন্দ্র তিওয়ারি সহ অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন।





