সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ, বায়ু ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক দেশের “পরিষ্কার বাতাসের শহর বা ন্যাশানাল ক্লিন এয়ার সিটি” র তালিকা প্রকাশ করেছে। “স্বচ্ছ বায়ু সার্ভেক্ষন ২০২৫”র আওতায় এই তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে আসানসোল শিল্পশহরের স্থান হয়েছে ২০তম স্থানে।
প্রসঙ্গত, জনসংখ্যার ভিত্তিতে গোটা দেশের ১৪০ টি শহরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই শহরগুলির স্বচ্ছতা বা পরিষ্কার বাতাসের পরিমাপ ঠিক করতে বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা চালানো হয়। প্রকাশিত হওয়া তালিকায় ক্যাটাগরি ১-এ দেশের ৪৮টি শহরের নাম রয়েছে। এই শহরগুলোর জনসংখ্যা ১০ লক্ষেরও বেশি । সেই তালিকায় আসানসোল ২০তম স্থানে রয়েছে। গতবারও আসানসোল ২০তম স্থানেই ছিলো। বিভিন্ন পরিমিতির ভিত্তিতে আসানসোল ১৬৯.৩ পয়েন্ট পেয়েছে।
এই তালিকার সবার শীর্ষে যথাক্রমে রয়েছে মধ্যপ্রদেশের দুই শহর ইন্দোর ও জব্বলপুর। তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশের আগ্রা শহর। তালিকায় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের শহর ধানবাদের নাম রয়েছে ২৯তম স্থানে, এবং এই রাজ্যের রাজধানী শহর রাঁচি ৩০তম স্থানে। আবার ঝাড়খণ্ডের জামশেদপুর তালিকায় একটু উপরে রয়েছে ২৩তম স্থানে। এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তালিকায় স্থান হয়েছে ৩৮তম স্থানে এবং পার্শ্ববর্তী শহর হাওড়ার ৩৯তম স্থানে।
পশ্চিম বর্ধমান জেলার দ্বিতীয় শহর দুর্গাপুর ক্যাটাগরি ২-এ ৩৭তম স্থানে রয়েছে। ক্যাটাগরি ২ র জনসংখ্যা ৩ থেকে ১০ লক্ষের মধ্যে। দেশের ৪২টি শহরের নাম রয়েছে এই তালিকায়। দুর্গাপুর পেয়েছে ১৪১.১ পয়েন্ট। এই তালিকার শীর্ষে রয়েছে অন্ধ্র প্রদেশের শহর অমরাবতী, উত্তরপ্রদেশ শহর মোরাদাবাদ এবং ঝাঁসি। রাজ্যের আরো একটি শিল্প নগরী হলদিয়া ক্যাটাগরি ৩-এর তালিকায় স্থান পেয়েছে। এই তালিকায় নবম স্থানে রয়েছে হলদিয়া। ক্যাটাগরি -৩ এ ৩ লক্ষের কম জনসংখ্যা এমন ৪০টি শহর স্থান পেয়েছে।
অন্যদিকে এই তালিকা প্রকাশের পর আসানসোল পুর প্রশাসন সূত্রে জানা গেছে, বায়ুর মান উন্নত করার জন্য একিউএমের অধীনে মিস্ট ক্যানন ব্যবহার করা হচ্ছে। দূষিত এলাকা চিহ্নিত করে বিশেষ জোর দেওয়া হচ্ছে, যাতে এই দূষণ নিয়ন্ত্রণ করা যায়।





