eaibanglai
Homeএই বাংলায়দেবী দুর্গার মুখে কেন এই মাকড়সার চিহ্ন?

দেবী দুর্গার মুখে কেন এই মাকড়সার চিহ্ন?

সঙ্গীতা চৌধুরীঃ- দুর্গা পুজোর আর বেশি দেরি নেই। মাকে যখন দর্শন করতে যাবেন তখন নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে মা দুর্গার মুখেই আছে মাকড়সার একটি চিহ্ন! জানেন কী এই চিহ্নের অর্থ? চলুন তবে আর একবার আপনাদের জানিয়ে দেওয়া যাক বিষয়টা। এর আগেও আমি এই বাংলার প্রতিবেদনে প্রথম এই বিষয়টি নিয়ে লিখেছিলাম। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে সেই প্রতিবেদন টি না খোলায় আবার এক‌ই বিষয়ে কলম ধরলাম এই বাংলার পাঠকদের জন্য।

এইবছর দুর্গাপুজোয় আপনারা মণ্ডপে যখন মাকে দর্শন করতে যাবেন তখন দেখবেন, মায়ের কপালের ঠিক নীচে নাকের কাছে একটা কালো মত চিহ্ন আছে, এটি আসলে মাকড়সা বা উর্ণনাভর চিহ্ন। এই চিহ্নটি ডাকের সাজের মূর্তিতেই বেশি দেখা যায়। কেন এই চিহ্ন মায়ের মুখে থাকে? আসলে মা হলেন মহামায়া। আর মায়ের এই মহামায়া রূপের‌ই প্রতীক হল মাকড়সা বা উর্ণনাভ। এটি প্রতীক স্বরূপ। মাকড়সা যেমন নিজে জাল সৃষ্টি করে ও বিস্তার করে কিন্তু নিজে সে জালের মধ্যে জড়ায় না,দেবী আদ্যাশক্তি মহামায়া‌ও ঠিক সেইভাবেই মায়ার সৃষ্টি করেন কিন্তু মায়ার মধ্যে তিনি নিজে জড়িয়ে পড়েন না, মায়া তাঁর অধীন হয়ে ওঠে। একমাত্র সেই মহামায়ার কৃপা পেলেই এই মায়ার জাল কেটে ফেলা সম্ভব, ঠিক যেমন বাড়ির মধ্যে অবস্থানরত মাকড়সাকে চিহ্নিত করতে পারলেই এই জাল চিহ্নিত করতে পারা যায় অনেক টা সেইরকম। এই কারণেই দুর্গাপুজার সময় বাড়িতে মাকড়সা এলে তাকে বের করে দেওয়া হয় না। কারণ বয়স্করা বলে থাকেন দেবী দুর্গা নিজে এই রূপে আমাদের কাছে এসেছেন‌।

উল্লেখ্য, এই বাংলার ২০২১ সালের একটি প্রতিবেদনে প্রথম আমি এই বিষয়টি লিখেছিলাম। পুনরায় বিষয়টা নতুন করে লিখলাম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments