সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে শুরু হল পিএইচইর অভিযান। এই অভিযানে আসানসোলের কুলটির কল্যাণেশ্বরী এলাকায় কাটা হলো একাধিক হোটেলে বেআইনি পানীয়জলের সংযোগ। অভিযোগ বছরের পর বছর ধরে, এই হোটেলগুলি অবৈধ জল নিয়ে নিজেদের ব্যবসা চালিয়ে আসছিলো ।
শুক্রবার সকালে পিএইচই দপ্তরের একটি বিশেষ দল অভিযান আসে এবং এলাকার ৩০ ইঞ্চি মেন জলের লাইন থেকে অবৈধ সংযোগগুলি কেটে দেয়। জানা গেছে, চারটি হোটেল থেকে ৮টির মতো অবৈধ পাইপলাইন কেটে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি বছরের পর বছর ধরে এই হোটেলগুলি অবৈধভাবে জল নিয়ে নিজেদের ব্যবসা চালাচ্ছিল। আর এই জল চুরির ফলে এলাকার বাসিন্দাদের জলের জন্য ভুগতে হয়। তাদের মতে এই জল চুরি রুখতে শুধুমাত্র পানীয়জলের সংযোগ কেটে দেওয়া যথেষ্ট নয়। বরং অভিযুক্তেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে এইবিষয়ে স্থানীয় হোটেল মালিক সমিতির সভাপতি মনোজ তিওয়ারি বলেন, “পানীয়জলের সমস্যা চরমে পৌঁছেছে। তাই হয়তো এই পথ বেছে নিতে বাধ্য হতে হয়েছেন অনেকে। কিন্তু আমরা চাই সরকার আইনত পানীয়জল সরবরাহ করুক। তবেই হোটেল মালিকরা লাভবান হবেন।”





