eaibanglai
Homeএই বাংলায়পরিষেবার দাবিতে বিক্ষোভ ডিপিএল কর্মীদের, উত্তেজনা

পরিষেবার দাবিতে বিক্ষোভ ডিপিএল কর্মীদের, উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বদলি হওয়া জায়গায় আবাসন, চিকিৎসা পরিষেবা সহ একাধিক পরিষেবার দাবিতে শনিবার অবস্থান বিক্ষোভ শুরু করল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কর্মীরা। এদিন ডিপিএলের প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করে দিন কর্মীরা। ফলে রুদ্ধ হয়ে যায় ওই ভবেনর যাতায়াত। এরপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি ও বচসা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় প্রশাসনিক ভবন চত্বরে।

প্রসঙ্গত সম্প্রতি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ১৮ কর্মীকে রাজ্যের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। কিন্তু অভিযোগ যে সব জায়গায় বদলি করা হয়েছে সেখানে থাকা খাওয়া থেকে পরিবহণ, চিকিৎসা সহ সুষ্ঠু কোনো পরিষেবার ব্যবস্থা নেই। ফলে পরিবার নিয়ে ওই নতুন স্থানে গিয়ে কাজ করা প্রায় অসম্ভব বলে দাবি বিক্ষোভরত কর্মচারীদের। তাদের দাবি ডিপিএল টাউনশিপে যে সকল পরিষেবা পাওয়া যায় সেই সমস্ত পরিষেবা প্রদান করতে হবে নতুন কর্মস্থলেও। তবে বিক্ষোভকারী স্পষ্ট জানিয়েছেন তারা বদলির বিরোধী নন। কিন্তু নতুন কর্মস্থলে উপযুক্ত পরিবেশ ও পরিষেবার ব্যবস্থা করতে হবে।

জামিরুল রহমান নামে বিক্ষোভরত এক কর্মী বলেন, “আমাদের বদলি করা হয়েছে, তাতে কোনও আপত্তি নেই। কিন্তু যেখানে বদলি করা হয়েছে সেখানে না আছে থাকার মতো জায়গা, না সঠিক চিকিৎসা পরিষেবা। প্রতিদিন এত দূর যাতায়াত করা প্রায় অসম্ভব। ছেলেমেয়েদের নিয়ে কোথায় থাকব? আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে, ততক্ষণ এই অবস্থান-বিক্ষোভ চলবে।”

দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরত কর্মীরা। যদিও দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, লিখিত আকারে কোনো অভিযোগ জমা পড়েনি। বদলি হওয়া কর্মীদের কিছু সমস্যা হচ্ছে। তাদের সঙ্গে সঙ্গে আলাপ আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments