নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা শিল্পী পন্ডিত তন্ময় বসুর উদ্যোগে এবং ‘তবলাইন্ক’ এর ব্যবস্থাপনায় মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান আয়োজিত হল ১৩ই সেপ্টেম্বর সন্ধ্যায়। দুর্গাপুর ইস্পাত নগরীর নেতাজি ভবনে অনুষ্ঠিত উল্লিখিত আসর শুরু হয় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে- অংশ নেন পণ্ডিত তন্ময় বসু, সৌরভ চট্টোপাধ্যায় (সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, দুর্গাপুর), কবি দত্ত (চেয়ারম্যান, এ.ডি.ডি.এ.), তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, কবি অনিরুদ্ধ রায়চৌধুরী, প্রমুখ বিশিষ্ট মানুষেরা। শুরুতে, তবলাইঙ্ক এর পাঁচজন কিশোর বয়সী শিক্ষার্থী তালতরঙ্গ নিবেদন করে সমবেত তবলা বাদনের মাধ্যমে। উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিবেশন করেন-বিবেক সোনার (বাঁশী), ওয়াসিম আহমেদ খান(কণ্ঠসঙ্গীত)প্রমুখ। তবলা হারমোনিয়াম ইত্যাদির সহযোগিতায় ছিলেন অর্চিক বন্দ্যোপাধ্যায়, সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে রাখা ক্যানভাসে ছবি আঁকেন-চিত্রকর সৃজক পালিত। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন-বাচিক শিল্পী দেবদাস সেন।





