সংবাদদাতা,বিষ্ণপুরঃ- সন্ধ্যাকালীন রক্তদান শিবিরে প্রাণ বাঁচানোর অঙ্গীকার করলেন কৃষক থেকে দিনমজুর এমনকি মুক ও বধির । বিষ্ণুপুর বাবা ভৈরব ফুটবল দলের পরিচালনায় রবিবার বিষ্ণুপুরে আয়োজিত হয়েছিল এই ব্যতিক্রমী রক্তদান শিবিরের। যেখানে রক্তদান করেন মুক ও বধির যুবক সহ ২৩ জন রক্তদাতা।
দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংগ্রহ করে রাজবাঁধের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক অনুপ কুমার হাটি,মলানদিঘী পুলিশ ফাঁড়ির আধিকারিকরা, রক্তদান আন্দোলনের পথপ্রদর্শক রাজেশ পালিত প্রমুখ।
আয়োজকরা গর্বের সঙ্গে জানান, এলাকার ইতিহাসে এটি ছিল প্রথম রক্তদান শিবির। প্রথমে সকলে ভেবেছিলেন টার্গেট পূরণ হবে তো? শুরু হতেই দেখলাম উৎসাহ অভূতপূর্ব। আগামীবার আরো বেশী রক্তদাতা নিয়ে শিবির করার আশা রাখি।





