eaibanglai
Homeএই বাংলায়চালকের নেই লাইসেন্স, পুলকারের ধাক্কা দোকানে, পড়ুয়া নাথাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

চালকের নেই লাইসেন্স, পুলকারের ধাক্কা দোকানে, পড়ুয়া নাথাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সন্তোষ কুমার মণ্ডল,পাণ্ডবেশ্বরঃ- বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পুলকার চালকের নেই কোন গাড়ি চালানোর লাইসেন্স। সেই পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল দোকানে । যদিও সেই সময় গাড়িতে কোনো পড়ুয়া না থাকায়, বড় দুর্ঘটনার থেকে রক্ষা। ঘটনা আসানসোলের পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ের দুর্গা মন্দির এলাকার। পুলকারের চালক সহ দুজনকে আটক করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আটক করা হয়েছে পুলকারটিকেও।

জানা গেছে, এদিন সকালে পাণ্ডবেশ্বরের রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলকারটি ফুলবাগান মোড়ে দুর্গা মন্দিরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে একটি দর্জির দোকানে ধাক্কা মারে। ঘটনায় দোকানের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় দোকানদারের দুটি সাইকেল। কোনক্রমে ভেতরে ঢুকে পড়ায় প্রাণে বাঁচেন সেই সময় দোকানে উপস্থিত দুজন। পরে পাণ্ডবেশ্বর থানার পুলিশ গাড়ি ও গাড়ির চালক সহ দুজনকে আটক করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে ওই পুলকার চালকের গাড়ি চালানোর কোন লাইসেন্স নেই।

প্রত্যক্ষদর্শীদের দাবি , যেভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারে তাতে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারতো। এমনকি যে গাড়িটি চালাচ্ছিল তাকে দেখে সম্ভবত নাবালক বলে মনে হয়েছে।

অন্যদিকে এই ঘটনার পর শিল্পাঞ্চলের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলির পুলকার চালকদের গাড়ি চালানো নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। শহরের পুলকার নিয়ে পুলিশি উদাসীনতারও প্রশ্ন উঠেছে। অতীতে বেশ কয়েকবার শিল্পাঞ্চলে পুলকার দুর্ঘটনায় আহত হয়েছে ছাত্র-ছাত্রীরা। তারপরেও যে পুলিশ প্রশাসন যথেষ্ট পদক্ষেপ নেয়নি, এদিনের ঘটনা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments