eaibanglai
Homeএই বাংলায়আসানসোল ডিভিশনে নতুন হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আসানসোল ডিভিশনে নতুন হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পূর্ব রেলের আসানসোল ডিভিশনের মোহনপুর-হাসডিহা সেকশনের কাকনি এবং হাঁসডিহা স্টেশনের মাঝে সর্বধামে নতুন হল্ট স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই মতো মঙ্গলবার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ নিশিকান্ত দুবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের ডিভিশনের ডিআরএম বা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিনিতা শ্রীবাস্তব এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।

রেল সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই সর্বধাম হল্ট স্টেশনটি তৈরিতে ব্যায় করা হবে আনুমানিক ৩.৩৪ কোটি টাকা। স্টেশনে থাকবে টিকিট কাউন্টার সহ সমন্বিত ওয়েটিং রুম এবং পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচাগার। প্ল্যাটফর্মগুলি উচ্চমানের মান অনুসারে তৈরি করা হবে যেখানে আচ্ছাদন বা শেড এবং বসার ব্যবস্থা থাকবে। যাত্রীদের সুবিধার্থে সিলিং ফ্যান এবং পরিমিত আলোর ব্যবস্থা করা হবে । নিরবচ্ছিন্ন এবং পরিষ্কার পানীয় জল ও জলের বুথের ব্যবস্থা থাকবে।

সাংসদ নিশিকান্ত দুবে এদিন বলেন, “স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই হল্ট স্টেশনটির। এই স্টেশন হাজার হাজার যাত্রীকে সরাসরি রেল যোগাযোগের সুবিধা প্রদান করবে। এতে পড়ুয়া, শ্রমিক-কর্মচারী, ব্যবসায়ী সহ নিত্যযাত্রীদের সুবিধা তো হবেই, পাশাপাশি পণ্য পরিবহন সুবিধাজনক হওয়ায় এলাকার আর্থ-সামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাবে আঞ্চলিক উন্নয়ন ঘটবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments