eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অনুষ্ঠিত হল প্রদেশ কংগ্রেসের "মুখপাত্র সন্ধান" ট্যালেন্ট হান্ট কর্মসূচি

দুর্গাপুরে অনুষ্ঠিত হল প্রদেশ কংগ্রেসের “মুখপাত্র সন্ধান” ট্যালেন্ট হান্ট কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা দুর্গাপুরঃ- পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি দলীয় মুখপাত্র হিসেবে প্রতিভাবান তরুণ তরুণীদের তুলে ধরতে “মুখপাত্র সন্ধান” নামে একটি ট্যালেন্ট হান্ট কর্মসূচি শুরু করেছে। তরুণদের এই কর্মসূচিতে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

সারা রাজ্য জুড়েই চলছে এই অনুসন্ধান প্রক্রিয়া। রাজ্যের জেলাগুলিকে ৫টি জোনে অন্তর্ভুক্ত করে চলছে এই অনুসন্ধান বা বাছাই পর্ব। যেখানে থেকে নতুন প্রতিভাদের তুলে আনা হবে রাজ্য স্তরের মুখপাত্র হিসেবে। এই জোনগুলি হল শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, হাওড়া, দমদম। দুর্গাপুর জোনের মধ্যে আবার পাঁচটি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যথাক্রমে- পশ্চিম ও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রাম।

বৃহস্পতিবার এই দুর্গাপুর জোনের প্রতিযোগীদের নিয়ে সাক্ষাতকার মূলক মনোনয়ন প্রক্রিয়াটি অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কার্যালয়, দুর্গাপুরের বেনাচিতি স্টিল মার্কেটের শহীদ শেলী ঘোষ ভবনে। এই মনোনয়ন প্রক্রিয়ার দ্বিতীয় বাছাই পর্বে দিল্লির অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ও কলকাতার প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত থেকে প্রতিযোগীদের মধ্যে থেকে উপযুক্ত মুখপাত্র চূড়ান্ত পর্বের জন্য বাছাই করবেন। যারা পরবর্তী পর্বে উন্নিত হয়ে কলকাতায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে যোগ‍্যতার প্রমাণ করে নিজেদের মুখপাত্র বা দলের প্রবক্তা হিসাবে পরিগণিত করতে পারবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments