eaibanglai
Homeএই বাংলায়বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দুর্গাপুর এনআইটিতে বিশেষ কর্মসূচি

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দুর্গাপুর এনআইটিতে বিশেষ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা দুর্গাপুরঃ- বৃহস্পতিবার দুর্গাপুর এনআইটিতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দেশের শিক্ষাবিদ বিজ্ঞানী ও শিল্পপতিদের নিয়ে পাঁচ দিনের এক বিশেষ কর্মসূচির সূচনা হল। বর্জ্য ব্যবস্থাপনা, শোধন এবং মূল্যায়নের উপর এটি ছিল প্রতিষ্ঠানের তৃতীয় স্বল্পমেয়াদী কর্মসূচি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে চলছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এই বিশেষ কর্মসূচি। এই কর্মসূচিতে ভারতজুড়ে বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং শিল্প পেশাদাররা বর্জ্য ব্যবস্থাপনায় অত্যাধুনিক অনুশীলন এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন।

এই কর্মসূচিতে দেশ ও রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকরা অংশগ্রহণ করবেন, যেমন- দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক এ ডেভেরি, এনআইটি দুর্গাপুরের অধ্যাপক ডি ডি জি এম, আইআইটি খড়গপুরের অধ্যাপক বি.সি. মেইকাপ, অধ্যাপক এস. দে,হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক পি. ভট্টাচার্য, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি অধ্যাপক এম. সাহু, কাজী নজরুল ইউনির্ভাসিটির অধ্যাপক এম. সিং, ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক কে. আচার্য ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এন কে মণ্ডল। কর্মসূচিতে বিশিষ্ট অধ্যাপক শিক্ষাবিদ ও তথা বিশেষজ্ঞদের উপস্থিতিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য জল পরিশোধন,
শিল্প জৈবপ্রযুক্তি, রাসায়নিক ও সার প্রযুক্তি,মডেলিং, সিমুলেশন এবং স্কেল-আপ ও ঝিল্লি পৃথকীকরণ প্রক্রিয়া গুলি নিয়ে ও উন্নত পদ্ধতির অনুসন্ধান, জরুরি চ্যালেঞ্জ এবং উদীয়মান সমস্যাগুলি মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা হবে।

এদিন কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন এনআইটি দুর্গাপুরের পরিচালক অধ্যাপক অরবিন্দ চৌবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনভাইস চ্যান্সেলর অধ্যাপক সিদ্ধার্থ দত্ত, সিএমইআরআই-এর প্রাক্তন প্রধান বিজ্ঞানী ড. পি. কে. চ্যাটার্জি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালকোগ্রেন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডের পরিচালক পঙ্কজ ত্যাগী।

এদিনের অনুষ্ঠান বক্তব্য রাখতে গিয়ে আয়োজক কমিটি টেকসই উন্নয়নের মূল কৌশল হিসেবে মূল্যায়ন – বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরের গুরুত্বের উপর জোর দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments