নিজস্ব সংবাদদাতা দুর্গাপুরঃ– ‘প্রাচীন মুদ্রা’র নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারাণার অভিযোগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার উখরা ফাঁড়ির পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃত দুজনই বীরভূমের বাসিন্দা, মীর আমিরুল ও শেখ আসাদুল্লাহ। বৃহস্পতিবার ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হলে হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে নকল মুদ্রাকে প্রাচীন বলে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। সম্প্রতি তারা দুর্গাপুরের গোপালমাঠ এলাকার এক বাসিন্দাকে প্রাচীন মুদ্রা বিক্রির টোপ দেয়। প্রায় সাড়ে ৪ লক্ষ টাকায় লেনদেন রফা হয়। সেই মতো দিন কয়েক আগে প্রতারকরা আড়াই লক্ষ টাকার বিনিময়ে ওই ব্যক্তিকে কয়েকটি মুদ্রা দেয়। বাকি ২ লক্ষ টাকা দিলে বাকি মুদ্রা দেওয়ার কথাও জানায়। মুদ্রাগুলি সঠিক কিনা জানতে ওই ব্যক্তি সেগুলি যাছাই করতে গিয়ে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছন এবং পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ এবং প্রতারকদের ধরতে ফাঁদ পাতে। বাকিমুদ্রা ও টাকা হস্তান্তরের জন্য তাদের উখরায় আসতে বলা হয়। সেই সমতো পুলিশ আগে থেকেই ওত পেতে বসেছিল। প্রতারকরা আসতেই তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে কয়েকটি নকল মুদ্রাও উদ্ধার হয়।
ধৃতদের হেফাজতে নিয়ে তারা কোন চক্রের সঙ্গে যুক্ত কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।





