eaibanglai
Homeএই বাংলায়আগমনী সুরে মাতলো দুর্গাপুরের বাণীবিহার হাই স্কুল

আগমনী সুরে মাতলো দুর্গাপুরের বাণীবিহার হাই স্কুল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। বাকি মাত্র হাতো গোনা কটা দিন। দিকে দিকে চলছে পুজোর প্রস্তুতি। আসন্ন উৎসবের এই আবহে আগমনী সুরে মাতলো দুর্গাপুরের বাণীবিহার হাই স্কুল।

দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ড মামড়া বাণীবিহার হাই স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল আগমনী কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে স্কুলের পড়ুয়ারাই উৎসাহের সঙ্গে যোগ দিল নৃত্য গীতি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে। নৃত্য-গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আহ্বান জানানো হয় মা দুর্গাকে।

স্কুলের প্রধান শিক্ষিকা মধুরিমা মজুমদার জানান, প্রতিবছরই তাঁদের এই অনুষ্ঠান হয়ে থাকে। তবে এবছর আগমনীকেই তাঁরা বেছে নিয়েছেন সাংস্কৃতিক উৎসবের থিম হিসাবে। মূলত স্কুলের পড়ুয়াদের উৎসাহিত করা এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নতি সাধনই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে তিনি জানান। পাশাপাশি তিনি বলেন,”আগমনী অনুষ্ঠানের এই সৃজনশীল আয়োজন পড়ুয়াদের মঞ্চে অংশগ্রহণের সুযোগ দিয়ে আত্মবিশ্বাসী করে তুলল।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments