নিজস্ব সংবাদদাতাঃ- ধ্রুবতারা মিউজিক একাডেমির উদ্যোগে বিশেষ আগমনী অনুষ্ঠান আয়োজিত হলো ২০ সেপ্টেম্বর বর্ধমান শহরের রেনেসাঁয়। অনুষ্ঠানের পরিচালক প্রণব মুখোপাধ্যায়ের নির্দেশনায় রবীন্দ্র সংগীত,নজরুল গীতি, লোক সংগীত, আধুনিক বাংলা গান এবং আগমনী গান পরিবেশিত হল। ছিল আবৃত্তির অনুষ্ঠান-ও। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন- সুপর্ণা কর্মকার, কবিতা মজুমদার, সুব্রত কর চৌধুরী, সুতপা মুখোপাধ্যায়, কৌশিক সেন,কাকলি মুখোপাধ্যায়,মায়া বন্দ্যোপাধ্যায়,শুভঙ্কর দত্ত,কাকলি বন্দ্যোপাধ্যায়, অভিষেক মন্ডল, নিরুপা দাস, তাপসী মন্ডল, নমিতা দেশপান্ডে, কৃষ্ণা চক্রবর্তী, বিভা বিশ্বকর্মা প্রমুখ সদস্য শিল্পীবৃন্দ। দুই অর্দ্ধে অনুষ্ঠিত উল্লিখিত সংগীতের আসরটি শ্রোতাদের মনোরঞ্জন করতে সফল হয়।





