নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মহালয়ার পুণ্য তিথিতে পিতৃপক্ষের অবসানে সূচনা হয় দেবীপক্ষের। আর এইদিনেই ভগবান, ঋষি ও পূর্বপুরুষের আত্মার সন্তুষ্টির জন্য তর্পণের রীতি। বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন, তাঁদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণপূর্বক তিল জল দান করে সাধারণত পুত্রসন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন। তবে এখন মহিলারাও তর্পণে অংশগ্রহণ করেন।
বৈদিক সেই রীতি পালনে রবিবার ভোর নদী তথা জলাশয়গুলিতে ভিড় জমায় পুণ্যার্থীরা। সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি দুর্গাপুর শিল্পাঞ্চলেও ধরা পড়ল একই ছবি। শহরের পূর্ব ও পশ্চিমের দুই নদ অজয় ও দামোদরে মহালয়ার ভোর থেকে নামল পুণ্যার্থীদের ঢল। জলে নেমে, বৈদিক মন্ত্রাচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে অংশ নিলেন হাজার হাজার মানুষ।
এদিন কাঁকসার কৃষ্ণপুরের অজয় নদের পাড় যেন মেলার চেহারা নিয়েছিল। ভোরের প্রথম আলো ফোটার আগেই আশপাশের গ্রাম থেকে পুণ্যার্থীদের ঢল নামে। তিল, জল দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন সকলে। একই রকমভাবে দামোদরের ঘাটগুলিতেও ছিল ভক্তদের ভীড়। সেখানেও পিতৃপুরুষের অর্ঘ্য নিবেদন, শঙ্খধ্বনি আর মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে চারদিক।
ভোরের আলোয় ভক্তি আর স্মৃতির আবেগে নদীঘাটগুলি যেন এদিন পুণ্যতীর্থের রূপ নিয়েছিল।





