eaibanglai
Homeএই বাংলায়সাইকেলে আসানসোল থেকে ভারত-চীন সীমান্ত

সাইকেলে আসানসোল থেকে ভারত-চীন সীমান্ত

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোল শিল্পাঞ্চলের আট পড়ুয়া বেরিয়ে পড়ল এক অ্যাডভেঞ্চারাস সাইকেল এক্সপিডিশনে, যার গন্তব্য ভারত- চীনা সীমান্তের লাদাখ ও গালওয়ান ঘাঁটি। ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম চ্যাপ্টারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সাইকেল এক্সপিডিশনের। যেখানে অংশ নেওয়া আট জনের সকলেই পড়ুয়া- কেউ স্কুল পড়ুয়া কেউ বা কলেজ পড়ুয়া। এদের মধ্যে চারজন ছাত্র ও চার জন ছাত্রী। এই অভিযানকারীরা আসানসোল থেকে ঝাড়খন্ড, বিহার, উত্তর প্রদেশ, দিল্লী, হরিয়ানা হয়ে পৌঁছবে চীন সীমান্তে।

অভিযানে অংশগ্রহনকারীরা জানান এই অভিযানের মূল উদ্দেশ্য হল দূষণহীন সুস্থ প্রকৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন প্রজন্মের মধ্যে সাইকেল ব্যবহারের বার্তা পৌঁছে দেওয়া। অন্যান্য যানের পরিবর্তে সাইকেল ব্যবহার করলে একদিকে যেমন দূষণ নিয়ন্ত্রণ থাকে তেমনি শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পায়। তাই বিশেষ করে বর্তমান সময়ে সাইকেল ব্যবহারের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশ বিদরাও।

এদিন আয়োজক সংস্থার পক্ষ থেকে একটি ছোট অনুষ্ঠানে এই অভিযানে অংশগ্রহণকারীদের অভিনন্দন ও শুভকামনা জানানো হয় এবং সবুজ পতাকা দেখিয়ে অভিযানের সূচনা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments