নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মহালয়ার পুণ্য লগ্নে দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিধান নগর ফাঁড়ির পুলিশ। সহযোগিতায় ছিল দুর্গাপুর সব ডিভিশনাল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম।
এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের শিশু সহ পুরুষ ও মহিলা রুগীদের মধ্যে ফল বিতরণ করেন তারা।
বিধান নগর ফাঁড়ির এক পুলিশ আধিকারিক জানান আজকের এই পুণ্যদিনে তর্পণ করে জলদান করে পূর্বপুরুষকে স্মরণ করছেন সকলে । আজকের পুণ্য দিনে তারাও সেবা মূলক কাজে যুক্ত থাকতে চান। সেই উদ্দেশ্যেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের মধ্যে ফল বিতরণ করা হল।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধাননগর ফাঁড়ির পুলিশআধিকারিক সহ দুর্গাপুর সাব ডিভিশনাল ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের সদস্যরা।





