নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাঙালির কাছে দুর্গাপুজো মানেই প্যাণ্ডেল হপিং, আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া। ভোজন রসিক বাঙালির কাছে উৎসবে পার্বণে খাওয়া এবং খাওয়ানো এক প্রকার রীতি। সেই কথা মাথায় রেখেই আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা করেছে দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হোটেল। পুজো উপলক্ষ্যে তারা এনেছে একাধিক সুস্বাদু ‘পুজো স্পেশাল থালি’। যা বাঙালির রসনারকে তৃপ্ত করবে। আর এই পুরো বিষয়টি সাধারণের কাছে তুলে ধরতে এদিন হোটেলের তরফে আয়োজন করা হয়েছিল সাংবাদিক বৈঠকের। যেখানে উপস্থান করা হয়েছিল পুজো স্পেশাল একাধিক থালি। কি ছিল না সেই থালিতে- মাছ মাংসের নানা লোভনীয় পদ থেকে লুচি পোলায় চাটনি পায়েস সন্দেশ, আরও কতকি!
হোটেল কর্তৃপক্ষের দাবি দুর্গাপুজোর প্রতিটি দিন যেন আরও রঙিন আনন্দঘন হয়ে ওঠে তার জন্য প্রতিদিন আমিষ নিরামিষ নানা ধরণের থালির ব্যবস্থা করা হয়েছে। তবে শুধু খাবারই নয় পুজো উপলক্ষ্যে অতিথিদের জন্য থাকছে বিশেষ রুম অফার ও বোনাস সার্ভিসও।
পুজোর ভিড় এড়িয়ে শহরের মধ্যেই প্রিয়জনদের সঙ্গে কিছুটা নিরিবিলিতে সময় কাটাতে এই হোটেল হতে পারে একদম উপযুক্ত ঠিকানা।





