eaibanglai
Homeএই বাংলায়কেন কেউ আপনাকে উপেক্ষা করে?-এর উত্তর লুকিয়ে রয়েছে আপনার ধর্মেই!

কেন কেউ আপনাকে উপেক্ষা করে?-এর উত্তর লুকিয়ে রয়েছে আপনার ধর্মেই!

সঙ্গীতা চৌধুরীঃ- একবার একজন ভক্ত মহারাজকে প্রশ্ন করেছিলেন,“ কেউ যদি আমায় উপেক্ষা করেন, কি করণীয় আমার?” স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এর উত্তরে বলেন,“প্রথমে নিজের দুঃখ বা রাগকে সামলানো।
এক, মনে-মনে জপ করতে থাকুন ২-৩ মিনিট। দুই, দীর্ঘ শ্বাস নিন ও ছাড়ূন। এভাবে করে যান কিছুক্ষণ। ২-৩ মিনিট। তিন, এবার মনকে দেখার চেষ্টা করুন। মনের অবস্থা কি? কোনো ভাব (feeling) রয়েছে? শুধু অনুভব করুন, ২-৩ মিনিট। এতেই মন অনেকটা শান্ত হয়ে যাবে। যিনি আপনাকে উপেক্ষা করছেন তিনি কি পরিবারেরই কেউ অথবা বাইরের কোনো ব্যক্তি? সংসারের কেউ হলে আপনি বিশেষ চিন্তা করবেন না। কারণ পরিবারের সকলেই একে অন্যের উপর নির্ভরশীল। আতএব কথা না বলে বেশিদিন থাকা যায় না। কিছু পরে বা ২-১ দিন পরে তিনি নিজেই কথা বলবেন আপনার সাথে। উপেক্ষা করা মানে তিনি আপনার সাথে কথা বলছেন না। তিনি কেন এমন করছেন সেটা বুঝুন। আপনার ব্যবহারে তিনি কি আহত (hurt)? অথবা অপমান করতে চাইছেন আপনাকে? আপনি সরাসরি তার সাথে কথা বলে জানতে চান। কিভাবে মতভেদ মিটিয়ে নেওয়া যায় সেটা ভাবুন। দেখুন আপনি নিজেই সমাধান করতে পারেন কিনা। আর তিনি কথা না বলতে চাইলে আপনি পরিবারের অন্য কারোর সাহায্য নিন। থার্ড পার্টির মাধ্যমে মেটাতে চেষ্টা করুন। তিনি যদি বাইরের ব্যক্তি হন, এভাবে সমাধানের চেষ্টা করুন। কিংবা অপেক্ষা করুন কিছুদিন। ওই ব্যক্তি পরিবারের বা বাইরের হন, আপনিই প্রথমে পদক্ষেপ নিন সমাধানের জন্য। তবে ব্যর্থ হলে এ নিয়ে বেশি মাথা ঘামাবেন না। সময়ে সব ঠিক হয়ে যায়, মিটে যায়।”

এরপর মহারাজ বলেন,“কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ উপেক্ষা করলে আপনার দুঃখ হয় কেন? আপনাকে কেউ স্বীকৃতি না দিলে কি এসে যায়? অন্যের স্বীকৃতি কেন চাইছেন? এই ভুল আমরা অনেকেই করি। ভাবি যে অন্যের স্বীকৃতি বা প্রশংসা না পেলে আমার জীবন বৃথা! প্রশ্ন এই যে — আমার অস্তিত্ব কি দাঁড়িয়ে আছে অন্যের হাততালির উপর অথবা আমার নিজস্ব প্রজ্ঞার উপর? আমি যদি নিজেকেই সম্মান না করি তবে অন্যরা কিভাবে আমাকে সম্মান করবে? কারোর সাথে আমার ঝগড়া হলে আমি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবো। কিন্তু না মিটলে এ নিয়ে দুঃখ করেই যাবো? জীবনের পথে মতভেদ, মনোমালিন্য হয়ই, কিন্তু এজন্য আমি থেমে যাবো কেন? আমার প্রতি কেউ অন্যায় অবিচার করলে তা সহ্যই বা করবো কেন? আপনি বাঁচুন মাথা উঁচু করে, আত্মসম্মান নিয়ে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments