নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তৃণমূল সাংসদের আবেদনে সাড়া দিয়ে দুর্গাপুরের ডিভিসি মোড়ে বিকল্প উড়ালপুল নির্মাণে সম্মতি দিয়েছে কেন্দ্র। সোমাবর দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন দুর্গাপুরের তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ। তিনি জানান ডিভিডি মোড়ে জাতীয় সড়কে অপরিকল্পিত উড়ালপুল নিয়ে সরব হয়ে, সরাসরি তিনি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করির দ্বারস্থ হয়েছিলেন এবং একটি বিকল্প উড়ালপুল তৈরির আবেদন জানিয়েছিলেন।
এদিন সাংবাদিক বৈঠকে কীর্তি বলেন, “ ডিভিসি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর যে উড়ালপুলটি তৈরি হয়েছে তা একেবারেই অপরিকল্পিত। নকশাগত ত্রুটির কারণে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। ভারি গাড়ি উড়ালপুল থেকে নিচে পড়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ক্ষোভ ছিল। বিষয়টি নিয়ে ন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করিকে লিখিতভাবে জানাই। আমার সেই চিঠির ভিত্তিতে কেন্দ্র দ্রুত সাড়া দিয়েছে।”
এদিন তিনি আরও জানান, কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর ইতিমধ্যেই ডিভিসি মোড়ে বিকল্প উড়ালপুলের জন্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ শুরু হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা তৈরির প্রক্রিয়াও চলছে।
বিকল্প এই উড়ালপুল তৈরি হলে দুর্ঘটনার ঝুঁকি যেমন কমবে তেমনই এলাকার নিত্য যানজট থেকেও শহরবাসী মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন সাংসদ।





