eaibanglai
Homeএই বাংলায়পৌর নিগম নির্বাচনের দাবিতে দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও যুব কংগ্রেসের

পৌর নিগম নির্বাচনের দাবিতে দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও যুব কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দ্রুত পৌর নিগম নির্বাচনের দাবিতে দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করল যুব কংগ্রেস। এদিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ- সভাপতি তরুণ রায়, সম্পাদক অনুপম সাঁই, যুব সভাপতি রবি যাদব ও আইএনটিটিইউসির জেলা সভাপতি সুভাষ সাহার নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্রায় পঞ্চাশ জন কংগ্রেস কর্মী সমর্থক।

প্রসঙ্গত, দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিন বছর কেটে গেলেও নির্বাচন হয়নি। অভিযোগ শাসক দলের অনিচ্ছার কারণেই পুরনিগমের নির্বাচন হচ্ছে না। যার জেরে দুর্গাপুরের নাগরিকরা পরিষেবা পাচ্ছে না। প্রতিবাদে এদিন মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে স্লোগান তুলে প্রতিবাদে সরব হন কংগ্রেস নেতা কর্মীরা। পরে তরুণ রায়, রবি যাদব ,অনুপম সাঁই-এর নেতৃত্বে ৫ জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

তরুণবাবু এদিন বলেন, “আজকে যুব কংগ্রেসর আন্দোলন, দুর্গপুরের বঞ্চিত অবহেলিত মানুষের দাবির আন্দোলন। সরকারকে অতিশীঘ্রই নির্বাচনের দিন ঘোষণা করতে হবে না হলে ছাত্র,যুব ও মাহিলারা মিলে বৃহত্তর আন্দোলনে নামবে।”

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এর সহ- সভাপতি তরুণ রায়, সম্পাদক প্রসেনজিত পুইতন্ডী আসানসোল নগরনিগম এর কাউন্সিলর এসএম মুস্তফা, ইন্টেক সভাপতি সুভাষ সাহা, হিন্দুস্থান ওয়াকার্স ইউনিয়ন এর যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত,ব্লক কংগ্রেস সভাপতি শাহ আলম, মাইনরিটি চেয়ারম্যানের ফিরোজ খান, মহিলা যুব নেত্রী সংগীতা ঘোষ, যুব নেতা সুরজিৎ ভট্টাচার্য, রণজিৎ যাদব,রাহুল রঞ্জন,অরুপ মুখার্জী,আরিফ আনসারি।প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বনাথ যাদব,শান্তি গোপল সাধু,কাজল দত্ত,মনীশ বার্নওয়াল সহ অনান্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments