শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- বাঁকুড়ার ছাতনা থানার অন্তর্গত কেন্দবেদিয়া গ্রামে চোলাই মদের ঠেকে ফের হানা দিল ছাতনা আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে ছাতনা আবগারি দপ্তর মঙ্গলবার সকালে ছাতনা থানার অন্তর্গত কেন্দবেদিয়া গ্রামে হানা দেয়। ছাতনা আবগারি ওসি নরেন্দ্রনাথ রাজওয়ার ও ছাতনা থানা আইসি সিদ্ধার্থ সাহা, ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির ইনচার্জ অনিমেষ চার এর যৌথ নেতৃত্বে এই অভিযান চালিয়ে ১৩৫ লিটার আইডি লিকার, ১৫০০ লিটার এফ ওয়াস, ২ পিস এ হান্ডি বাজেয়াপ্ত করে এবং সেগুলি নষ্ট করে আবগারি পুলিশ। এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গিয়েছে। তবে আবগারি পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোলাই মদ তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ও বেআইনি চোলাই মদের বিরুদ্ধে আবগারি দপ্তরের এই অভিযান আগামীদিনেও চলবে।





