সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নেশার বশে স্বামীর বুকে ছুড়ি বসিয়ে তাকে হত্যা করল স্ত্রী। ঘটনা আসানসোল সংলগ্ন ঝাড়খণ্ডের জামতাড়া জেলার মিহিজাম কুর্মিপাড়া পাইপ লাইন এলাকায়। মৃত ব্যক্তির নাম মহাবীর যাদব (৩৫)। তার স্ত্রী কাজল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে মৃত মহাবীর যাদব পেশায় ট্রাক চালক ছিলেন। নিজের ট্রাক চালাতেন তিনি। ঘটনার দিন সন্ধ্যায় ট্রাকটি বেসিক স্কুলের পাশে রেখে তিনি কুর্মি পাড়ার ভাড়াবাড়িতে পৌঁছান। অন্য়দিকে এদিনই মহাবীরের দাদা অবধেশ যাদব গ্রাম থেকে এখানে আসেন। বাড়িতে পৌঁছানোর পর মহাবীর তার দাদা ও স্ত্রীর সাথে বসে মদ্যপান করেন। এরপর অবধেশ ঘরের মধ্যেই শুয়ে পড়েন। অন্যদিকে স্বামী-স্ত্রী ঘরের বাইরে বেরিয়ে কোন একটি বিষয়ে ঝগড়ায় লিপ্ত হন। সেই সময় হঠাৎই নেশার ঘোরে স্ত্রী কাজল একটি ছুরি নিয়ে মহাবীরকে আক্রমণ করে এবং তার বুকে বসিয়ে দেয়। অতর্কিত এই আক্রমণে মহাবীরের মৃত্যু ঘটে। বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন পড়শিরা। পুলিশ এলাকায় পৌঁছে মহাবীরের রক্তাক্ত দেহের পাশাপাশি একটি রক্তমাখা ছুড়িও উদ্ধার করে। গ্রেফতার করে তার স্ত্রীকেও। নেশার ঘোরেই মহাবীরের স্ত্রী এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করেছে পুলিশ।
অন্যদিকে মহাবীরের পরিবার সূত্রে জানা গেছে মহাবীর ও কাজলের প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়। তাদের সাত বছরের এক কন্যা সন্তান আছে। মহাবীরের বাবা রামসুবোধ যাদব জানিয়েছেন তার ছেলে বৌমার মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত, আবার নিজেরাই মিটিয়ে নিত। কাজলের বাবা সুরজ ওরফে পাপ্পু সাউ জানান, মদ্যপান না করার জন্য দুজনকেই অনেকবার বলা হলেও তারা কর্ণপাত করেনি। নেশার জেরেই এই ভয়ানক ঘটনা ঘটে গেল বলে দাবি তার।





