eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে আয়োজিত “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি

দুর্গাপুরে আয়োজিত “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সাধারণ মানুষকে সরকারি সুযোগ সুবিধা দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকারের তরফে শুরু হয়েছে “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি। যেখানে সরকারি কর্মী আধিকারিকদের উপস্থিতিতে হচ্ছে সমস্যার সমাধা, মিলছে সরকারি পরিষেবার সুযোগ। মঙ্গলবার দুর্গাপুর ২ নং ব্লকের ১৮ নং ওয়ার্ডের শালবাগান অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো এই “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি।

সাধারণ মানুষের সুবিধার্থে আয়োজিত এই শিবিরে ছিল নানান দপ্তরের শিবির। সেখানে সরাসরি সমস্যার সমাধান এবং পরিষেবা দেওয়া হচ্ছে। ফলে গ্রামাঞ্চলের মানুষকে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন। শিবিরে উপস্থিত বাসিন্দারা জানিয়েছেন, এক জায়গায় এতগুলি পরিষেবা পেয়ে তাঁরা অত্যন্ত উপকৃত হচ্ছেন। অন্যদিকে প্রশাসনও এই কর্মসূচির মাধ্যমে মানুষের কাছাকাছি আরও কার্যকরভাবে পৌঁছতে সক্ষম হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments