eaibanglai
Homeএই বাংলায়তৃণমূলের শুভেচ্ছা পোস্টার ছিঁড়ল বিজেপি, থানায় লিখিত অভিযোগ

তৃণমূলের শুভেচ্ছা পোস্টার ছিঁড়ল বিজেপি, থানায় লিখিত অভিযোগ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-: প্রতিবছরের মত এবছরও এলাকাবাসীকে উৎসবের শুভেচ্ছা জানাতে জনপ্রতিনিধিরা আসানসোল শহরের বিভিন্ন এলাকায় ফ্লেক্স এবং হোর্ডিং টাঙিয়ে দিচ্ছেন। ব্যতিক্রম ঘটেনি আসানসোল পুরনিগমের ৭৭ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রের ক্ষেত্রে। গত ১০-১৫ বছরের মত এবছরও তিনি তার পক্ষ থেকে ত্রিবেণী মোড়ে রেলওয়ে ব্রীজের কাছে একটি হোর্ডিংয়ে নিজের দলের পোস্টার এবং ব্যানার টাঙিয়ে তার মাধ্যমে দুর্গাপুজো, দীপাবলি এবং ছট পুজো উপলক্ষ্যে এলাকাবাসীকে আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেন। কিন্তু অভিযোগ সেই পোস্টার ছিঁড়ে দিয়ে পরিবর্তে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের পোস্টার টাঙিয়ে দেওয়া হয়। এই বিষয়ে তিনি হীরাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পরে অশোক বাবু বলেন, দুর্গাপুজোর ঠিক আগে রাজনৈতিক উদ্দেশ্যে এলাকায় অস্থিরতা তৈরি করার লক্ষ্যে পোস্টার বদল করা হয়েছে। তিনি আরও বলেন, পোস্টার টাঙানোর জন্য আইএসপি এবং অন্যান্য সংস্থাগুলি কোনো আপত্তি জানায়নি বা তাদের পোস্টারটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়নি। তারপরও বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় এলাকায় তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিজেপির পক্ষ থেকে ঘটনা সম্পর্কে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments