সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– জাতীয় যক্ষা নির্মূলীকরণ কর্মসূচির ” নিক্ষয় মিত্র ” প্রকল্পে আওতায় ৫ যক্ষা রোগীর পাশে দাঁড়ালেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাক। এদিন আসানসোলে জেলাশাসক কার্যালয়ে যক্ষারোগীদের হাতে ৬ মাসের পুষ্টিকর খাদ্য তুলে দেন জেলাশাসক এস পোন্নাবলম ও অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) সঞ্জয় পাল। খাদ্যদ্রব্যের মধ্যে ছিল তিন রকমের ডাল,ছোলার ছাতু ও সোয়াবিন।
এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ শেখ ইউনুস, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, দেশকে যক্ষা মুক্ত করতে “প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান”-এর অধীনে “নিক্ষয় মিত্র” প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় যে কোন ব্যক্তি, সংস্থা, এনজিও বা সরকারি কর্মকর্তারা “নিক্ষয় মিত্র” হয়ে যক্ষা রোগীদের দত্তক নিয়ে তাঁদের সহায়তা করতে পারে। যেমন পুষ্ঠিকর খাদ্য সরবরাহ করা,যক্ষ্মা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় সহায়তা করা বা রোগ নির্ণয়ের পর নির্দিষ্ট চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদান করা।





