সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি ভাঙ্গার চেষ্টার অভিযোগ। ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে সরব হল কংগ্রেস। ঘটনা আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রের শাঁকতোড়িয়া এলাকায় ডিসেরগড় রোডের।
এদিন, পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস সভাপতি রবি যাদব বলেন, কুলটি বিধানসভা কেন্দ্রের শাঁকতোড়িয়া এলাকায় ডিসেরগড় রোডে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি ভাঙার চেষ্টা করা হয়েছে। তাঁর দাবি, বিজেপি ও তৃণমূল কংগ্রেস পুলিশের সহযোগিতায় এই কাজ করার ষড়যন্ত্র করেছে।
প্রসঙ্গত, এই মূর্তিগুলি যে এলাকায় বসানো হয়েছে সেখানে বিজেপির দলীয় কার্যালয় রয়েছে। বিজেপির দলীয় কার্যালয়ে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। কিন্তু কয়েকদিন ধরে সেই ক্যামেরাটি সেখানে নেই ।
রবি যাদব প্রশ্ন তোলেন, কেন বিজেপির দলীয় কার্যালয় থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেওয়া হয়েছে। রবি যাদব আরো বলেন যে প্রয়াত ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মূর্তি ভাঙার চেষ্টা এটিই প্রথম নয়। এই কাজ আগেও করা হয়েছিল। যেভাবে মূর্তি ভাঙচুর করা হয়েছে তা কারো একার কাজ নয়।
আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গেপ্তারের দাবি জানিয়েছে কংগ্রেস। না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।





