নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- .পুজোর শুরুতেই অঘটন। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ল দুর্গাপুজোর লাইটের গেট। ঘটনা দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর। ঘটনার জেরে ওই রাস্তায় সাময়িক বন্ধ হয়ে যায় যান চলাচল।
প্রসঙ্গত, এবছর দিঘার জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর মণ্ডপ। সেই মণ্ডপে যাওয়ার রাস্তার মাঝে আলোকসজ্জার জন্য বিশাল লাইটের গেট দাঁড় করানো হয়েছিল। কিন্তু দুপুর গড়াতেই হঠাৎ দুর্যোগ নেমে আসে দুর্গাপুরে। ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টিতে হঠাৎই ভেঙে পড়ে যায় সেই গেট। গেটে চাপা পড়ে বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে মনে করছেন স্থানীয়রা। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশ। প্রশাসন ও আয়োজক কমিটির তৎপরতায় দ্রুত ভাঙা গেট সরানোর ব্যবস্থা করা হয়।
এদিকে দুর্ঘটনা সামলে নেওয়া গেলেও, পুজোর ভিড় বাড়ার আগেই এই অঘটন দুশ্চিন্তায় ফেলেছে আয়োজক কমিটিকে।





