সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- “চলো যাই পুজোর বাজার”, অভিনব উদ্যোগ পাণ্ডবেশ্বরের বিধায়কের। পঞ্চমীতে এলাকার ক্ষুদেদেরকে দোকানে নিয়ে গিয়ে পুজোর জামা কিনে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এদিন পাণ্ডবেশ্বর বাজারের ভিন্ন দোকানে দোকানে ঘুরে নিজেদের পছন্দমতো পুজোর জামা বেছে নিল খুদেরা। আর তাদের সঙ্গে থেকে অভিভাবক হয়ে সমস্ত ইচ্ছে পূরণ করলেন বিধায়ক। স্বভাবতই বিধায়কের এই অভিনব উদ্যোগে খুশি কচিকাঁচা থেকে তাদের মা-বাবারাও।
এই প্রসঙ্গে বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর সংস্কৃতির মেলবন্ধনের জায়গা। আমরা পাণ্ডবেশ্বরে দুর্গাপূজো , ঈদ, ছট, কালিপূজো, সব পুজো ও উৎসবে একে অপরের সঙ্গে আনন্দে কাটাই। তাই দুর্গাপুজোয় বাচ্চারা তাদের খুশি মতো জামা কাপড় কিনে দেওয়া হয়েছে। ওদের ইচ্ছা পূরণ করতে পেরে ওদের সঙ্গে সঙ্গে আমিত আনন্দিত।





