সঙ্গীতা চৌধুরীঃ– শাস্ত্র অনুযায়ী খাবার গ্রহণ করলে আমাদের শরীর মন যেমন ভালো থাকে তেমনি শান্তি ও বজায় থাকে। বর্তমান যুগে অনেকেই সেটা মানে না তবে পুজোর সময় সেটা মানায় যায়। দুর্গাপুজোর বেশ কয়েকদিন কিছু কিছু খাবার গ্রহণ এ নিষেধ আছে। জানেন তো ষষ্ঠী অষ্টমী আর দশমীতে কী কী গ্রহণ এ নিষেধ আছে? চলুন আজকে জেনে নেওয়া যাক।
ষষ্ঠীর দিন তিতো, অষ্টমীতে নারকেল, দশমীতে কলমী শাক খাবেন না। যারা দুর্গা ষষ্ঠী করবেন তারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন আর দুর্গা পুজো চলাকালীন থোর ভক্ষণ নিষিদ্ধ।
এই সময় অবশ্যই দেবী দুর্গার কথা মহিষাসুর বধের কথা স্মরণ করবেন এবং প্রতিদিন খাবার গ্রহণের আগে দেবী দুর্গার নাম করে তবে খাবার গ্রহণ করবেন। তাতে খাবারের মধ্যে কোন দোষ ত্রুটি থাকলে তা কেটে যায়।





