নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের দুর্গোৎসবগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হিসাবে পরিচিত ইস্পাতনগরীর মার্কনী দক্ষিণপল্লীর পুজোর অনুষ্ঠান। বিভিন্ন ধরনের মনোজ্ঞ অনুষ্ঠান নিবেদিত হয় এই উপলক্ষ্যে। ২৬ সেপ্টেম্বর সকালে মণ্ডপ এর অভ্যন্তরে আয়োজিত মন মাতানো সঙ্গীতে অংশ নিলেন এবং উপস্থিত দর্শক শ্রোতাদের তৃপ্ত করলেন-সংগীত শিল্পী সুমিতা রাহুত,সৌমী বন্দ্যোপাধ্যায়,সুব্রত মুখোপাধ্যায় এবং সত্য বন্দ্যোপাধ্যায়। এঁদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে যথাযোগ্য সহযোগিতা করলেন- গৌরব দাস,সুমিত দেব,অরিজিত রায় এবং অনুপম রায়। সঞ্চালনায় ছিলেন-দীপা ঘোষাল। অনুষ্ঠানের নামকরণ হয়েছিল-“অঙ্গরাগ”।





