রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: একদিকে আপামর বাঙালি যখন দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে তখন একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আসানসোলের বিশিষ্ট সাহিত্য প্রেমী কৃষ্ণেন্দু মুখার্জ্জীর উদ্যোগে দিনের আলোর মুখ দেখল ‘স্বদেশি বার্তা’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর ‘পুজো সংখ্যা’। পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বেশ কয়েকজন সাহিত্য প্রেমী বিশিষ্ট ব্যক্তি। তাদের হাত ধরেই বইটি প্রকাশিত হয়।
কৃষ্ণেন্দু বাবুর ভূয়সী প্রশংসা করে উপস্থিত ব্যক্তিরা বলেন, কৃষ্ণেন্দু বাবুর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করা যায় এইসব ছোট ছোট উদ্যোগের জন্য এলাকাবাসী আগের মত সাহিত্যচর্চায় মনোনিবেশ করার উৎসাহ পাবেন।
কৃষ্ণেন্দু বাবু বলেন, আমার আশা এই বইটি সাহিত্য প্রেমী পাঠকের প্রশংসা আদায় করে নেবে।





