সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বর:- তারকেশ্বরের মধ্যে আরেক তারকেশ্বর! পুজো মণ্ডপে অভিনবত্ব আনল পদ্মপুকুর সর্বজনীন কমিটি! তারকেশ্বর মানেই শৈব তীর্থ। সেই শৈব তীর্থের মাটিতে দেবী দুর্গা পুজোর মণ্ডপের থিম এবার হয়েছে শৈব মন্দির।

অদ্ভুতভাবে এই শৈব মন্দিরের সাথে তারকেশ্বর বাবার মন্দিরের একটা মিল রয়েছে, তাই অনেকেই বলছেন তারকেশ্বর বাবার মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে পদ্মপুকুর সর্বজনীন পুজো কমিটির এই পুজো মন্ডপ।





